AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠবেন লিটন-মুমিনুল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৯ পিএম, ২৫ নভেম্বর, ২০২১
টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠবেন লিটন-মুমিনুল

টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠবেন লিটন-মুমিনুল
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থ লিটন। টানা ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন তিনি। তবে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। লিটনের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলে অধিনায়ক মুমিনুল হক বলেন,‘টি-টোয়েন্টিতে না পারলেও টেস্ট ভালো করবেন লিটন।’

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘লিটনের, টেস্ট ও টি-টোয়েন্টির ব্যাটিংয়ে অনেক পার্থক্য আছে। আপনি যদি বারবার টেস্টের মাঝে টি-টোয়েন্টি নিয়ে আসেন তাহলে আরও কঠিন হবে আমার জন্য। আমার কাছে মনে হয় ও নিজে নিজেই পার করে ফেলেছে এত দিনে।’

এছাড়া মুমিনুল বলেন,‘আপনি যদি গত এক বছর তার টেস্ট পারফরম্যান্স দেখেন প্রায় ৪৫-৫০ এর মতো গড়ে রান করেছে। আমার কাছে মনে হয় না তার টি-টোয়েন্টি ব্যর্থতা এখানে খুব বেশি প্রভাব ফেলবে। দলের সবাই ওকে সাপোর্ট করছে। মেন্টালি সে ফ্রেশ আছে আল্লাহর রহমতে।’

অবশ্য মুমিনুলের যুক্তি ঠিকই আছে। কারণ টেস্টে শেষ ৬ ইনিংসে শতকের দেখা না পেলেও পঞ্চোশ ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনটি। তবে টেস্টে বাংলাদেশকে ভাবাচ্ছে, বোলিং বিভাগ। কারণ চোটের কারণে দলে নেই, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সঙ্গে ছন্দে থাকা তাসকিন আহমেদও ছিটকে গেছেন। তবে দলের সেরা বোলাররা না থাকলেও এবাদত, রাহী, তাইজুলদের ওপর আস্থা রাখছেন মুমিনুল।

বোলিং নিয়ে মুমিনুল বলেন,‘মুস্তাফিজ লাস্ট ম্যাচ খেলেছে এক বছর আগে। দুর্ভাগ্যজনকভাবে তাসকিন ও শরিফুল ছিটকে গেছে। ইনজুরি হলে তো আসলে কিছু করার থাকে না। ব্যাকাপ খেলোয়াড় যারা আছে রাহী আছে, এবাদত আছে তারা কিন্তু নিয়মিত টেস্ট খেলছে। তারপর খালেদ আছে। যারা আছে তারা কিন্তু মোটামুটি অভিজ্ঞ। রাহী গত টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার। এবাদতও আল্লাহর রহমতে ভালো বল করেছে আমরা যখন লাস্ট জিম্বাবুয়ে সফর করেছিলাম। মেহেদী আছে, তাইজুল আছে। বোলার যারা আছে তাদের নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী।’

 

একুশে সংবাদ/এসএস/

Link copied!