AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২১
আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

আজ (রোববার) দ্বিতীয় ম্যাচ খেলতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফুরফুরে মেজাজে এ ম্যাচে মাঠে নামে জুনিয়র টাইগাররা। ম্যাচে বোলারদের অনবদ্য পারফরম্যান্সে সফরকারীদের মাত্র ১০১ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। পঞ্চাশ ওভারে লক্ষ্য ছিল মাত্র ১০২ রানের। তবে সহজ ম্যাচ কঠিন করে জিতল মেহরব হাসান-আইচ মোল্লারা।

শেষ পর্যন্ত ম্যাচটি ৩ উইকেটে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও বিপদে পড়ে দ্রুত উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়ায় নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডার ব্যাটসম্যানরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। দ্রুত ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার সাবাবুন বানুরি খেলেন সর্বোচ্চ ২৫ রানের ইনিংস। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি ইশাক জাজাই (১২), আলাহ নুর (১২) কামরান হোটাকরা (১৮*) এতে ১০১ রানেই অলআউট হয়ে যায় আফগান যুবারা। বাংলাদেশের হয়ে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাইমুর রহমান নয়ন। ২ উইকেট নেন গোলাম কিবরিয়া। ১ টি করে শিকার রিপন মন্ডল ও মেহরাবের।

১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার মাফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নাবিল ২৩ বলে ২৪ ও মফিজুল ৩৯ বলে ৩১ রান করে আউট হলে তিনে নামা আরিফুল ইসলাম করেন ২২ বলে ১০ রান। এই তিন ব্যাটসম্যান আউট হলে ধ্বস নামে স্বাগতিক শিবিরে। দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে বসে জুনিয়র টাইগাররা। পরে আইচ মোল্লা অপরাজিত ১৬ রানের ইনিংস খেলে দলকে ৩ উইকেটের জয় এনে দেন।


একুশে সংবাদ/আরিফ

Link copied!