AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার জয়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২০ পিএম, ১৯ জুন, ২০২১

উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার জয়

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সহায়তায় দলের হয়ে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেস।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে হতাশার ড্র করে লিওনেল স্কালোলির শিষ্যরা। তবে আসরের অন্যতম শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এই জয়ে নিশ্চিত স্বস্তি পেল দলটি।

শনিবার বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেখানে আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর জয় তুলে নিল আলবিসেলেস্তারা।

এদিন ম্যাচের প্রথম দশ মিনিটেই দুবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে সপ্তম মিনিটে মেসির শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। সেখান থেকে ফিরতি বলে ঠিক মতো শট নিতে পারেননি অরক্ষিত লাউতারো মার্তিনেস।

নবম মিনিটে রদ্রিগো দে পলের ক্রসে ক্রিস্তিয়ান রোমোরোর শটও ঠেকিয়ে দেন মুসলরো। তবে ১৩তম মিনিটে আর পারেননি তিনি। বক্সের বাইরে থেকে মেসির বাড়িয়ে দেওয়া দারুণ ক্রসে রদ্রিগেসের হেড পোস্টের ভেতর থেকে লেগে অতিক্রম করে গোল লাইন।

খেলার ২৭তম মিনিটে আর্জন্টিনার সামনে লিড বাড়ানোর সুযোগ আসে। মেসির পাসে মোলিনা বুলেট গতির শট করলেও কর্নারের বিনিময়ে উরুগুয়েকে রক্ষা করেন গোলরক্ষক।

বিরতির পর আক্রমণ বাড়ায় উরুগুয়ে। অপরদিকে ডিফেন্সেও মনোযোগী হয় আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৬৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে উরুগুয়ে। কাছের পোস্টে দারুণ একটি ক্রসে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি কাভানি। আর ৭৫তম মিনিটে লুইস সুয়ারেসের বাইসাইকেল কিক বারের অনেক ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে প্রতি-আক্রমণ থেকে বেশকিছু চেষ্টা করলেও গোল পায়নি আর্জেন্টিনা। আর উরুগুয়ে সুযোগ তৈরি করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে।

এ জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও ৪। আর এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে।

 

একুশে সংবাদ/এসএম

Link copied!