AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই মৌসুম অ্যাডিলেইডেই থাকছে রশিদ  খান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:২৯ এএম, ২২ অক্টোবর, ২০২০
এই মৌসুম অ্যাডিলেইডেই থাকছে রশিদ  খান

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে অবস্থান করছেন আরব আমিরাতে,খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরপর বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলতে চলে যাবেন অস্ট্রেলিয়া।

শোনা গিয়েছিল, এবার অ্যাডিলেইড স্ট্রাইকার ছেড়ে নতুন কোথাও পাড়ি জমাবেন রশিদ। তবে অ্যাডিলেইডের ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, অন্তত এবারের মৌসুমটি এ দলেই খেলবেন তিনি।


এখনও পর্যন্ত বিগ ব্যাশে তিনটি মৌসুম খেলেছেন রশিদ, প্রতিবারই ছিলেন অ্যাডিলেইডে। এবার চতুর্থবারের মতো দলটির জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি। পুরো আসর খেলার ব্যাপারে আশাবাদী রশিদ খান।

এরই মধ্যে নিজেকে বিগ ব্যাশের অন্যতম আইকনিক খেলোয়াড়ে পরিণত করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই হটকেক স্পিনার। টুর্নামেন্টে ৪০ ম্যাচে মাত্র ৬.৩৬ ইকোনমি রেটে শিকার করেছেন ৫৬টি উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ১৬১.১৪ স্ট্রাইকরেটে করেছেন ২৫৩ রান।

আরও এক মৌসুম অ্যাডিলেইডে থাকার কথা জানিয়ে রশিদ বলেছেন, ‘বিগ ব্যাশের দশম মৌসুমে আবারও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলব আমি। সত্যিই অনেক খুশি। একদম শুরু থেকেই এই প্রতিযোগিতা (বিগ ব্যাশ) আমার অনেক পছন্দের।’

‘দলে যোগ দেয়ার পর থেকেই অ্যাডিলেইড স্ট্রাইকার্স আমার কাছে পরিবারের মতো হয়ে গেছে। আমি সেসব সমর্থকদের কাছে কৃতজ্ঞ, যারা অ্যাডিলেইডকে আমার নিজের ঘরের মতো করে ভাবতে সমর্থন দিয়ে গেছেন।’


এদিকে রশিদ খান অ্যাডিলেইডে খেললেও তার স্বদেশি অলরাউন্ডার মোহাম্মদ নাবি খেলবেন মেলবোর্ন রেনেগেডসে। বিগ ব্যাশের নতুন নিয়মে আগামী দুই মৌসুম প্রতিটি দল নিজেদের একাদশে তিনজন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।

বিগ ব্যাশের দশম আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তবে এখন পর্যন্ত কিছু  জানা যায়নি  টুর্নামেন্টের সূচির বিষয়ে ।

একুশে সংবাদ/তাশা

Link copied!