শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষতিকারক রং মিশিয়ে সিং মাছ বিক্রির সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আটক করে তা স্থানীয় এতিম খানায় বিতরণ করেছেন।
শনিবার দুপুরে তারাগঞ্জ দক্ষিন বাজারের মাছমহল থেকে প্রায় চার কেজি রং মেশানো সিং মাছ জব্দ করা হয় এবং তা স্থানীয় এতিম খানায় প্রদান করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম উপস্থিত মাছ ব্যবসায়ী ও জনসাধারণকে রং মেশানো মাছ সম্পর্কে সতর্ক করেন।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার এসআই নুরুল আমিনসহ পুলিশ সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

