AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে জামায়াতে ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন



শেরপুরে জামায়াতে ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মোঃ রাশেদুল ইসলামের গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় শেরপুর জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৪ অক্টোবর-২০২৫ (জুম’আ বার) ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে ভোটার গণসংযোগ চলছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে গণসংযোগ শুরু হয়। এ সময় ইউনিয়নের দিকপাড়ার একটি মসজিদে জুমার নামাজ আদায় করে নেতাকর্মীরা ব্যাঙের মোড় থেকে চুনিয়ারচর প্রাইমারি স্কুল মাঠে পথসভায় যাওয়ার সময় ডাকপাড়া গ্রামে মিজানুর রহমান, লুৎফর রহমান তারেক, মামুনুর রশিদ, মাফিজুল ইসলাম, মুরাদ মিয়া, নূরীসহ ১০–১২ জন সশস্ত্র অবস্থান নিয়ে পথরোধ করে।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এগোতে চাইলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক সন্ত্রাসী হামলা চালায়। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি, শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামের অর্থ সম্পাদক শফিউল আলম স্বপন এবং জামায়াত নেতা রাকিবুল হাসান, যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন; বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মাওলানা হাফিজুর রহমান আরও বলেন, হামলাকারীরা নিজেদের বিএনপি নেতাকর্মী বলে দাবি করেছে। এ ঘটনায় পরিস্থিতি সামাল দিতে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরে পুলিশকে অবগত করা হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার আশঙ্কায় নেতাকর্মীরা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় স্থান ত্যাগ করেন। ভোটার গণসংযোগে এই ন্যক্কারজনক হামলায় শেরপুরবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। এতে আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হওয়ার বিষয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, এঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা এবং নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। এছাড়া বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, সন্ত্রাসীরা যদি তাদের কেউ না হয়, তবুও শেরপুরের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সহযোগিতা করবেন। পাশাপাশি প্রশাসন ও অন্যান্য দায়িত্বশীল দলের ব্যক্তিদেরও শেরপুরের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহযোগিতা কামনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে, শেরপুর জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে আগামীকাল বিকাল ৪টায় জেলা শহরের খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিমণ্ডলী মাওলানা গোলাম কিবরিয়া, শেরপুর জেলা জামায়াতে ইসলামী’র সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!