AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি: ধর্ম উপদেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০০ পিএম, ১৩ জুলাই, ২০২৫

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি: ধর্ম উপদেষ্টা

২০২৫ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজির মধ্যে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী মৌসুমের প্রস্তুতি সম্পর্কে তথ্য তুলে ধরেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। হজ কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি। গত বছর যেভাবে সফলভাবে হজ ব্যবস্থাপনা হয়েছে, সামনে আরও ভালোভাবে করতে পারবো বলে আশাবাদী।”

তিনি আরও জানান, ২০২৬ সালের হজের খরচ কমানোর লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে আগামী নভেম্বরে সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

উপদেষ্টা আরও বলেন, “আমাদের লক্ষ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, যাতে তারা সম্মানজনক, সহজ ও নিরাপদভাবে হজ সম্পন্ন করতে পারেন। ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান বজায় রাখার বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি বছর সৌদি আরবে হজ পালনের সময় ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিসের তথ্যমতে, বেশির ভাগ মৃত্যুর কারণ বার্ধক্যজনিত রোগ ও অসুস্থতা।

২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি যায় ৩১ মে। ৫ জুন অনুষ্ঠিত হয় এবারের হজ। ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!