AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:১২ এএম, ৭ জুলাই, ২০২৫

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হজযাত্রী। সৌদি আরবে হজ পালনকালে এ পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য জানানো হয়।

ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন হজযাত্রী।

এবার হজযাত্রী পরিবহনের দায়িত্বে ছিল তিনটি এয়ারলাইনস— বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফিরিয়ে এনেছে ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রীকে।

হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৪৪ জন, যাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান। যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ছেড়েছিল ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজের ফিরতি ফ্লাইটগুলো চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!