AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরলেন ১৬ হাজার ৪৬৯ হাজি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৫৯ এএম, ১৪ জুন, ২০২৫

হজ শেষে দেশে ফিরলেন ১৬ হাজার ৪৬৯ হাজি

পবিত্র হজ পালন শেষে শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

শনিবার (১৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইনসের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৯৯৯ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে, হজ পালনের সময় এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ এবং তিনজন নারী। স্থানভিত্তিক হিসাবে মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ওই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয়।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ দিয়ে। ফ্লাইটটি ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!