AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৯ এএম, ৬ জুলাই, ২০২৫

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিল।

রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শোকযাত্রা যাত্রা শুরু হয়। ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজারও শিয়া মুসলিম সেখানে জড়ো হন।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি ছিলেন কালো পোশাকে। কারও হাতে ছিল প্রতীকী অস্ত্র, নিশান, আলাম, বর্শা ও অন্যান্য শোকচিহ্ন। পুরো এলাকার পরিবেশ ছিল আবেগঘন ও শোকাবহ। “হায় হোসেন” ধ্বনিতে ভারী হয়ে ওঠে আশপাশের বাতাস।

শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এক অংশগ্রহণকারী বলেন, “এই দিনটি আমাদের জন্য গভীর শোকের। কারবালায় ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের বেদনাদায়ক শহীদ হওয়া আমাদের হৃদয়ে গেঁথে আছে। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে আমরা সেই ত্যাগকে স্মরণ করি।”

মিছিল নির্বিঘ্ন রাখতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা সদস্য, সোয়াট টিম, র‍্যাব এবং অতিরিক্ত পুলিশ।

উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাবাহিনীর হাতে শহীদ হন। সেই স্মৃতিকে কেন্দ্র করে প্রতিবছর আশুরার দিন এই তাজিয়া মিছিল আয়োজন করেন শিয়া মুসলিমরা।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!