মানবজীবনে সবচেয়ে গর্হিত অপরাধগুলোর একটি হলো হত্যা। ইসলাম ধর্মে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করাকে শুধু ঘৃণিতই নয়, বরং গোটা মানবজাতিকে হত্যার শামিল হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন— “যে কেউ কোনো প্রাণকে হত্যা করে... সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল।” (সূরা আল-মায়িদা: ৩২)
ইসলামের অন্যতম মূলনীতি হলো— জীবনের পবিত্রতা রক্ষা। ধর্মীয় বিধান অনুসারে, কারো জীবন হরণ করার অধিকার একমাত্র মহান আল্লাহর হাতে। এমনকি যুদ্ধাবস্থাতেও ইসলাম নিরীহ, বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যা নিষিদ্ধ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সমাজে হত্যা-সহিংসতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুতি এবং নৈতিক অবক্ষয়। হিংসা, লোভ কিংবা প্রতিশোধপরায়ণ মনোভাব একজন মানুষকে এ ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হতে প্ররোচিত করে।
ধর্মীয় নেতৃবৃন্দ ও ইসলামি চিন্তাবিদদের আহ্বান— সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শকে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও সমাজকে সচেতন করে তুলতে হবে যে, হত্যা শুধু মানবিক নয়, ধর্মীয়ভাবেও চরম অপরাধ। এর পরিণতি দুনিয়াতে যেমন ভয়াবহ, আখেরাতেও তেমন ভয়ানক শাস্তি নির্ধারিত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে