AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি হাজি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০৩ এএম, ৮ জুলাই, ২০২৫

হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এ তথ্য জানিয়েছে।

হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এই সংখ্যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন হাজি।

হাজিদের দেশে ফেরাতে সহায়তা করেছে তিনটি বিমান সংস্থা— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস ১০ হাজার ৩৮৮ জন হাজিকে পরিবহন করেছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন আরও ৫ হাজার ৬৮৯ জন হাজি।

এ পর্যন্ত পরিচালিত ২০০টি ফিরতি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছরে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন।

উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। হজ পালিত হয় ৫ জুন, আর ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!