দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের মাওলানা ইউসুফ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি... রাজিউন।
বৃহস্পতিবার ৮ মে সকাল আনুমানিক ১১টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
জানাযায়, দোকানের মালামাল ক্রয় করে নিতে জিরাস্টের লেকটনবার্গ থেকে জোহানেসবার্গ শহরে আসছিলেন মাওঃ ইউসুফ। জিরাস্টে যাওয়ার সময় পথেমধ্যে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে পুরো গাড়ি দুমড়েমুচড়ে যায়। এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহত মাওলানা ইউসুফ বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি এক সময় ফোর্ডসবার্গ শহরের দেশি বাজারে চাকরি করতে। পরবর্তীতে নিজে গাড়ীতে করে বাংলাদেশি পন্য বিভিন্ন শহরে সাপ্লাই দিতেন। ইতিমধ্যে ব্যবসা বাণিজ্য ঘুচিয়ে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছিলেন। এবং তিনি একজন হাফেজে কোরআন ছিলেন।
একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :