দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের লেকটেনবার্গে সিকিউরিটি ও ডাকাতের সাথে পাল্টাপাল্টি গোলাগুলির সময় রবিউল ইসলাম রনি নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার বাসিন্দা। দেশে তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।
সোমবার (৫ মে) সন্ধা সাড়ে ৬টার দিকে লেকটেনবার্গে টাকা বহনকারী গাড়ি ডাকাতির সময় সিকিউরিটি ও ডাকাতের সাথে পাল্টাপাল্টি গোলাগুলিকালে এ ঘটনা ঘটে।
এডভোকেট অশিকুর রহমান জানান, রবিউল ইসলাম দোকান বন্ধ করে নিজ গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হযন। পথে টাকা বহনকারী গাড়ি ডাকাতির সময় সিকিউরিটি ও ডাকাতদের সাথে পাল্টাপাল্টি গোলাগুলির মাঝখানে পড়ে যান। এ সময় তার মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পুলিশ এসে রবিউল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে