AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, চার ছাত্রদল নেতা বহিষ্কার!


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৯:৪৯ পিএম, ৭ জুলাই, ২০২৫

পঞ্চগড়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, চার ছাত্রদল নেতা বহিষ্কার!

পঞ্চগড়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক ও যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে, তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। যদিও রবিবার মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, ওই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে জেলা ছাত্রদল। অন্যদিকে, বহিষ্কৃত নেতারা এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব জীবন সরকার বলেন, “মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়াতে এসেছেন, আমরা তা জানতামই না। তাকে মারধরের ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয়। কিন্তু আমাদের হঠাৎ বহিষ্কারে আমরা হতভম্ব হয়েছি।”

জানা গেছে, ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়। রবিবার বিকেলে তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। সাকোয়া বাজারে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

তবে এই বিষয়ে ভুক্তভোগী ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ কোনো বিস্তারিত মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “কেন্দ্র ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না।”

জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, “ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনার প্রেক্ষিতে ওই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে আমরা ধারণা করছি। যদিও ভিডিও ফুটেজে তাদের কাউকে দেখা যায়নি। আমরা এই হামলার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!