ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।সোমবার (৭ জুলাই) রাত আটটার দিকে উপজেলার টিএন্ডটি সড়কে অভিযান চালিয়ে রাহাত হাওলাদার নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানায় কর্মরত এসআই করুন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রাহাতের সঙ্গে থাকা আরেকজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
আটক রাহাত হাওলাদার (২৩) নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, রাহাত হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে