আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাপোসা। তিন দশকের মধ্যে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত করতে পার্লামেন্টে এক ভোটাভুটিতে অংশ নিলেন দক্ষিণ আফ্রিকার আইনপ্রণেতারা।
গতকাল শুক্রবার (১৪ জুন) তারা বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।
দেশটিতে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রামাফোসার দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দীর্ঘদিনের সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে কারণেই প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) সহযোগিতায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হয়েছে এএনসিকে। এর এজন্যই ডিএ নেতারা এই সরকারকে দক্ষিণ আফ্রিকার নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।
গত বৃহস্পতিবার রাতে এএনসি ঘোষণা করে, জোট সরকার গঠন করা নিয়ে ডিএ ও কয়েকটি ছোট দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। আইনসভায় আসন সংখ্যায় এএনসির পর দ্বিতীয় বড় দল ডিএ। নির্বাচনে এএনসি ভোট পেয়েছে ৪০ শতাংশ, ২১ শতাংশ পেয়েছে ডিএ।
১৯৯৪ সালে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় আসে এএনসি। তখন থেকে এ দলটিকে ক্ষমতায় থাকতে এতটা অনিশ্চয়তায় পড়তে হয়নি।
একুশে সংবাদ/বিএইচ