বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে। আসন্ন বিসিএস পরীক্ষার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সকাল নয়, বিকেলে অনুষ্ঠিত হবে।
ফেসবুক পোস্টে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবিতে গত ১৫ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের স্বার্থে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার পরিবেশ ব্যাহত হবে না। এজন্য সারাদেশে সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পোস্টে বিসিএস পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়, তারা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে অবদান রাখতে পারেন।
একুশে সংবাদ/এ.জে