নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় বিক্ষোভ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নেওয়া হয়েছে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই পুলিশের কড়া অবস্থান লক্ষ্য করা গেছে। ভবনের সামনের রাস্তায় বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।
নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ছাড়াও কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা।
বিক্ষোভে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “এই কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের আস্থা ফিরে আনতে অবিলম্বে কমিশন পুনর্গঠন করতে হবে।”
এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আজকের কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করে কমিশনের বিরুদ্ধে আমাদের দাবি তুলে ধরবো।”
তিনি আরও বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাবকে আমলে নিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে।”
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে