বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) সকালে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অবিরখিল এলাকার খালের ওপর গড়ে ওঠা দোকানঘর ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ। অভিযান পরিচালনায় তাকে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল।
জানা যায়, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগল ছিড়া ও অবিরখিল খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ অবস্থায় খাল দখলমুক্ত করতে সেমিপাকা ১০টি দোকান ও ২টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ছাড়াও সার্ভেয়ার কমেস্বর চাকমা, শাখায়েত হোসেন, পুলিশ সদস্য মো. মুজাহিদ হোসেন, মো. সারোয়ার হোসেনসহ আরও অনেকে।
সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, দীর্ঘদিন ধরে খালের ওপর অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই খাল দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
একুশে সংবাদ////র.ন