AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত ১১ বছর পর



গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত ১১ বছর পর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১১ বছর পর উপজেলার এই রাজনৈতিক সংগঠনটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পেল।


গত ১৩ মে জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার রাতে কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের নেতাকর্মীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে।


১০১ সদস্যের উপজেলা বিএনপির নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হক। এ কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।


অন্যদিকে, পৌর বিএনপির ৯৫ সদস্যের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আলী আকবর আনিস এবং সদস্যসচিব হয়েছেন সুজিত কুমার দাস। এ কমিটিতেও ২৩ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘সকল পক্ষকে সমন্বয় করে কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করছি, নতুন এই কমিটির মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে এবং অতীতের বিভাজন ভুলে সবাই একসঙ্গে কাজ করবে।’


দীর্ঘদিন পর গঠিত এই কমিটি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।


একুশে সংবাদ////র.ন

Link copied!