অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ইশরাক বলেন, “আপনারা যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনায় রয়েছেন এবং আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন—এটি প্রতীয়মান, তাই আপনাদের পদত্যাগই হবে যৌক্তিক এবং সঠিক পদক্ষেপ। এতে করে আপনাদের নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।”
পোস্টে তিনি আগের মন্ত্রী নাহিদ ইসলামের পদত্যাগের উদাহরণ তুলে ধরে বলেন, “নাহিদ ইসলাম চাইলে কিছুদিন মন্ত্রীত্ব করে দলে যেতে পারতেন, কিন্তু তিনি শিষ্টাচার বজায় রেখে পদত্যাগ করেছেন। আপনাদেরও সেই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।”

তিনি আরও লিখেন, “ক্ষমতায় থাকা অবস্থায় নিজের ঘনিষ্ঠজনদের বিশেষ সুবিধা না দেওয়ার শপথ নিলেও বাস্তবে তা সম্ভব নয়। আর এজন্যই সৎ পথ হবে পদত্যাগ করা এবং সরাসরি রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া।”
নিজের সমালোচিত মেয়র শপথ প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, “আমি নিজেও অনেক সমালোচনার শিকার হয়েছি, কিন্তু আমার কোনো বিকল্প ছিল না। যারা আমাকে ব্যবহার করেছে, তাদের ভুল পলিসির ফল ভুগেছি আমি। এখন আইনি প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতেই হবে।”
এদিকে, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ নেওয়ার জন্য বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে শপথ না হলে ঢাকায় অচল কর্মসূচি ঘোষণার হুমকি এসেছে। একইসঙ্গে ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়ন নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।
‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে ১৪ মে থেকে নগর ভবন ঘেরাও করে আন্দোলন চলছে। এই আন্দোলনে ডিএসসিসির অনেক কর্মচারীও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আজ আদালতে করা রিটের রায় ঘোষণার কথা রয়েছে।
একুশে সংবাদ/ই.কি/এ.জে