AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদ্যুস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নীলফামারী
০৮:৫২ পিএম, ২১ মে, ২০২৫

বিদ্যুস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুর সোলেমান আলী বাবু (৬৫) ও পুত্রবধূ শাবানা আক্তারের (৩৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাশুড়ী ওয়াতন বেগমকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) দুপুরে নিজ বাড়ি পাকা করার কাজ করার সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে শ্বশুর সোলেমানের শরীরে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করলে তাকে বাঁচাতে ছুঁটে যায় স্ত্রী ও পুত্রবধূ। 

 

এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে সোলেমান ও ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী পুত্রবধূ শাবানা মারা যান। গুরুতর আহত অবস্থায় শাশুড়ী ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) বিকেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। তারা আপন চাচাতো ভাই।


একুশে সংবাদ////র.ন

Link copied!