AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নারী কমিশন বাতিলসহ

চার দফা দাবিতে ২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা হেফাজতের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ৩ মে, ২০২৫

চার দফা দাবিতে ২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা হেফাজতের

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা আসে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সমাবেশে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা অংশ নেন। মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সমাবেশে বলেন, "সরকার অনেকের দাবি মেনে নিচ্ছে। তাহলে আমাদের ন্যায্য দাবি মানতে সমস্যা কোথায়? মামলা প্রত্যাহারে বিলম্ব হলে নির্বাচনের পর নতুন সরকার এসব মামলাকে রাজনৈতিক হাতিয়ার বানাতে পারে।"

তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশে ঢুকে গেলে আমাদের দাবি আটকে যাবে। তাই এখনই আমাদের আন্দোলন জোরদার করতে হবে।”

হেফাজতের ঘোষিত চার দফা দাবি:

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে ‘বহুত্ববাদ’ শব্দ বাদ দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ অন্যান্য ‘গণহত্যার’ বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন ও ‘গণহত্যা’ বন্ধে বাংলাদেশের কার্যকর কূটনৈতিক ভূমিকা।

সমাবেশ ঘিরে আশপাশের এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাস দিলেও, রাজনৈতিক বিশ্লেষকরা হেফাজতের এ কর্মসূচিকে নির্বাচনপূর্ব চাপ প্রয়োগের কৌশল হিসেবেও দেখছেন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Shwapno
Link copied!