AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইশরাক সমর্থকদের বিক্ষোভে গুলিস্তান অবরুদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৩ পিএম, ১৯ মে, ২০২৫

ইশরাক সমর্থকদের বিক্ষোভে গুলিস্তান অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপির নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ফলে গুলিস্তান ও সংলগ্ন এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

সোমবার ছিল টানা চতুর্থ দিনের মতো এই দাবিতে বিক্ষোভ। তবে আজকের কর্মসূচিতে আন্দোলনকারীরা আরও এক ধাপ এগিয়ে নগরভবন ঘিরে ‘ব্লকেড’ শুরু করেন। আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন:"শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই","জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই","দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ চাই"।

বিক্ষোভকারীদের দাবি, গেজেট প্রকাশের পরও কেন ইশরাক হোসেনকে শপথ করানো হচ্ছে না, তার ব্যাখ্যা জনগণ চায়। তারা বলেন, ইশরাক বৈধভাবে আদালতের রায়ে নির্বাচিত হয়েছেন, আর তাকে দায়িত্ব না দিয়ে দীর্ঘসূত্রতা সরকারের পক্ষপাতদুষ্ট আচরণেরই বহিঃপ্রকাশ।

নগরভবনের মূল ফটক ও বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে দেওয়ায় সেখানে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরাও এই অবরোধে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

শনিবার (১৭ মে) এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন নিজেও অভিযোগ করেন, “নির্বাচনের পর আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করা হয়। আদালতের রায় পেয়েছি, এখন আর বিলম্ব করা অনৈতিক ও বেআইনি।”

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ স্থানীয় সরকার নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, তবে এখনও পর্যন্ত তার শপথ হয়নি।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি আসবে।”
ঢাকার কেন্দ্রস্থলে গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় চলমান এই অবরোধে জনজীবনে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!