প্রায় চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে উদ্দেশে রওনা হয়েছে।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রানওয়ে ত্যাগ করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া রাজকীয় এই এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
বিশেষ এই বিমানে ঢাকায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।
বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে বিএনপি নেত্রীকে। খালেদা জিয়ার আগমনের খবরে বিমানবন্দর এলাকায় এবং তার বাসভবনে প্রস্তুতি গ্রহণ করেছে দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এই বিশেষ বিমানেই লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :