AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামীকাল বিকেলে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৬ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৫

আগামীকাল বিকেলে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে আগামীকাল শনিবার কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টায় জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটির ভাড়া থেকে শুরু করে সব ধরনের লজিস্টিক ব্যবস্থাপনাই কাতার সরকার বহন করছে। এরইমধ্যে অ্যাম্বুলেন্সটির অবতরণ-সংক্রান্ত সব অনুমতিও সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে কাতারের পাঠানো পূর্ববর্তী এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসতে পারেনি। নতুন অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ দেশে পৌঁছে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে— যদি বেগম জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযোগী হয় এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!