বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা, চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।”
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর নয়াপল্টনের একটি মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশেই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন,“বাংলাদেশের মানুষ দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় সময়ে তার নেতৃত্বে আমরা উত্তরণ ঘটাতে পারি—এমনটাই প্রার্থনা জনগণের।”
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে মহাসচিব জানান—চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
তিনি বলেন, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের অনুমতি মিললে রোববারই তাকে লন্ডনে নেওয়া হবে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না—সেটি সম্পূর্ণ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার অনুরোধ জানিয়ে ফখরুল বলেন,“যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন—এটা আমাদের সবার প্রার্থনা।”
রাজধানীসহ সারাদেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

