বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশেষে কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমানের সাধারণ একটি ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরবেন।
মির্জা ফখরুল বলেন,“আগামী সোমবার (৫ মে) কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে, দুই পুত্রবধূকে নিয়ে ঢাকায় ফিরছেন বেগম খালেদা জিয়া। সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বসিত। অভ্যর্থনা জানাতে সবাই প্রস্তুত।”
বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন `ফিরোজা` পর্যন্ত সড়কে বড় সমাগম এড়াতে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান তিনি।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দীর্ঘ চার মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে একটি হাসপাতালে, পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে।
মির্জা ফখরুল বলেন,“ভালো পরিবেশ, পরিবারের সঙ্গে থাকা এবং পর্যাপ্ত চিকিৎসা পরীক্ষার সুযোগ থাকায় নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন বলেই দেশে ফিরছেন তিনি।”
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

