বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে একান্ত আলাপকালে আব্দুস সাত্তার বলেন, “প্রাথমিকভাবে আমরা ম্যাডামকে ৪-৫ মে দেশে আনার পরিকল্পনা করছি। তবে বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনার ওপর। তাই এখনই চূড়ান্ত তারিখ নিশ্চিত করে বলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সবকিছু বিবেচনায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে নির্ধারিত সময়ে ম্যাডামকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।”
খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা এখনও বেশ নাজুক। চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার ওপর নির্ভর করে নির্ধারিত হবে তার ফেরার চূড়ান্ত সময়সূচি।
একুশে সংবাদ//ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :