বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “নববর্ষ শুধু উৎসব নয়, এটি একটি নতুন আশার প্রতীক। এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।”
রাজনৈতিক সমঝোতা ও ঐক্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নিঃসন্দেহে ঐক্য সম্ভব। আলোচনা ও ঐক্যের মাধ্যমেই নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হতে পারে।”
উল্লেখ্য, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। সফল চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় তারা দেশে ফিরে আসেন।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :