AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৩ পিএম, ২৩ নভেম্বর, ২০২৪

বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ

অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যা বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক সভায় বিজেপির চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের দিনের অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যা বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয়। এই সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে। এই সংবিধানকে ব্যবহার করে বার বার মানুষকে শোষণ করা হয়েছে।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। তাই দেশের প্রয়োজনে দ্রুত নির্বাচন জরুরি।

দেশে গত ২০ বছর যাবৎ রাজনৈতিকভাবে ধর্মকে আক্রমণ করা হয়েছে মন্তব্য করে সাংবিধানিকভাবে এর প্রতিরোধ করার আহ্বান জানান পার্থ। সেইসঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে মন্তব্য করে দলটির দুর্নীতিবাজ, মাদক কারবারি এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আইন পাশ করার ক্ষেত্রে সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সংস্কার, প্রবাসী ও নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি। 
 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!