আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আইনজীবী অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় আইনজীবী অধিকার পরিষদের নেতাদের সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী অধিকার পরিষদ নেতারা বলেন, নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন কর হয়েছিল। পরবর্তীকালে বয়স্ক ও তরুণদের সংমিশ্রণে রাষ্ট্র গঠনের লক্ষ্যে রেজা কিবরিয়াকে আনা হয়। পরে একটি কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে নুরুল হক নুর সভাপতি এবং রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু নির্বাচন কমিশনের সব তথ্য পূরণ করার পরও ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের নিবন্ধন দেয়নি। তবে ৫ আগস্টের পর আমরা নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধন পেয়েছি। কিন্তু কতিপয় দলছুট দুষ্কৃতকারী অবৈধভাবে একটা রিট পিটিশন দায়ের করে। আর তাদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সুযোগ-সুবিধা ভোগ করেন। কিন্তু তিনি এই সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দুষ্কৃতকারীদের রিটে শুনানি করার জন্য দাঁড়িয়েছেন। অথচ যেটা তার করার নিয়ম নেই। তাই তার পদত্যাগ দাবি করছি।
একুশে সংবাদ/স.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

