AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়লেখায় বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই, গ্রেফতার ২



বড়লেখায় বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই, গ্রেফতার ২

মৌলভীবাজারের বড়লেখায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুটকৃত নগদ অর্থ, মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এ তথ্য জানান।

পুলিশ জানায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকার আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। তার মেয়ে সুহাদা আক্তারের ব্যাগে পূর্ব থেকেই ১৬ হাজার টাকা ছিল। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় পৌঁছালে ৪ জন দস্যু দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মেয়ের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইকৃত ব্যাগে ছিল ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, ২ ভরি রুপার চেইন এবং একটি জাতীয় পরিচয়পত্র। এ ঘটনায় বড়লেখা থানায় আব্দুল আহাদ বাদী হয়ে একটি মামলা (নম্বর-১৭, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি) দায়ের করেন।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় দস্যুদের শনাক্ত করে ১ আগস্ট রাতে সিলেট শহরের শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক (৩৭) এবং সিলেটের সাকিব আহমদ (২৫)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় নগদ ৯৯ হাজার ৫০০ টাকা, ভিকটিমের স্যামসাং স্মার্টফোন, একটি ধারালো দা, একটি TVS Apache মোটরসাইকেল, কালো হেলমেট, টি-শার্ট ও গেঞ্জি।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, “গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং মামলার বাদীও তাদের শনাক্ত করেছেন। তারা জবানবন্দিতে আরও কয়েকজন পলাতক সহযোগীর নামও প্রকাশ করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!