নওগাঁর পত্নীতলায় ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাইদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা এবং ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বিএমডিএ।
শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় বিএমডিএ, নওগাঁ-২ পত্নীতলা অফিসের উদ্যোগে কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নওগাঁ-২ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পত্নীতলা জোনের সহকারী প্রকৌশলী তারেক আজিজ, ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, সাপাহার জোনের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, পোরশা জোনের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা, পরিদর্শক আবুল কাসেম সরদার, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা উপজেলা ছাত্র প্রতিনিধি জোবায়ের হোসেন, ধামইরহাট উপজেলা ছাত্র আন্দোলনের প্রতিনিধি বায়েজিদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএমডিএ কর্মকর্তারা সরকারি জমিতে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে