AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদীয় দলের নেতা নির্বাচন করলো জাপা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:১৮ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৪
সংসদীয় দলের নেতা নির্বাচন করলো জাপা

সংসদীয় দলের নেতা, উপনেতা এবং হুইপ নির্বাচন করেছে জাতীয় পার্টি (জাপা)। এছাড়াও সংসদে উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদক এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে দলটির সংসদীয় দলের প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাপার সংসদীয় দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের।

সভা শেষে মুজিবুল হক চুন্নু জানান, একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী সংসদে বিগত দুইটি সংসদের মতো এবারও জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। অপরদিকে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে নতুন সংসদে বিরোধী দলের ভূমিকায় কে থাকবে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এরমধ্যেই জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হল। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!