AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএন‌পি বি‌রোধী রাজনী‌তির না‌মে স্রেফ নাশকতা করছে: কাদের


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:০১ পিএম, ১৯ নভেম্বর, ২০২৩
বিএন‌পি বি‌রোধী রাজনী‌তির না‌মে স্রেফ নাশকতা করছে: কাদের

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, বাংলা‌দেশে বর্তমা‌নে বি‌রোধী দ‌লের রাজনী‌তি বল‌তে য‌া হ‌চ্ছে তা স্রেফ নাশকতা করা হ‌চ্ছে। নাশকতা কোন রাজনী‌তির ম‌ধ্যে প‌ড়ে না।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির রাজনৈ‌তিক কার্যালয়ে অনু‌ষ্ঠিত দ‌লের নির্বাচন পরিচালনা প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় এসব কথা ব‌লেন তি‌নি।

তি‌নি ব‌লেন, বিএন‌পির একজন আবা‌সিক নেতা আছেন। তি‌নি রিজ‌ভি হুটহাট ক‌রে গ‌র্ত থে‌কে বেরহয়ে প্রেস‌ব্রিফিং ক‌রে অব‌রো‌ধের ঘোষণা কর‌ছেন। আর সেই নি‌র্দেশে সরকার পত‌নের আন্দোল‌নের না‌মে আগুণ-সন্ত্রাস কর‌ছে, জালাও পোড়াও ক‌রে জনগ‌ণের সম্পাদ নষ্ট করাহ‌চ্ছে। যা কোন বি‌রোধী রাজনী‌তি নয় স্রেফ নাশকতা

ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, নির্বাচনের বাইরে বিরোধী দলের যে রাজনীতি সেটা শুধুই নাশকতা। তা‌দের রাজনীতিতে কোনো গঠনমূলক সমালোচনা নেই, আছে শুধু নাশকতা। তাই আওয়ামী লীগের এবারের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান হবে, নাশকতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।

তিনি আরও বলেন, দেশে যখন নির্বাচনের গণজোয়ার চলছে, তখন টেমস ও দেশের গুহা থেকে প্যাথলজিক্যাল লায়ার চোরা গোপ্তা হামলার হুকুম দিচ্ছে। এসব করে কোনো লাভ হবে না।

তি‌নি বিএন‌পি‌কে উদ্দে‌শ্য ক‌রে ব‌লেন, সরকা‌রের পতনে ঘটা‌বেন ২৮ অ‌ক্টোবরতো চ‌লে‌গে‌ছে। আবার আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেন।

এসময় উপ‌স্থিত আছেন, আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক  ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ

 


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা 

Link copied!