যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু`র পাঠানো চিঠি দিতে পিটার হাস জাতীয় পার্টির অফিসে এসেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (১৩ নভেম্বর) বনানীতে দলের কার্যালয় থেকে পিটার হাস বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমে এসব জানান চুন্নু।
তিনি বলেন, ওই চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।
চুন্নু বলেন, শুভাকাঙ্ক্ষী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
তবে নির্বাচন কেমন হবে সেটা আমাদের নিজস্ব বিষয়। জাতীয় পার্টির পক্ষ থেকে দলগতভাবে কোনো বক্তব্য যুক্তরাষ্ট্রকে দেয়া হয়নি বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা