কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা গ্রামে আবদুল মান্নান (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র। মঙ্গলবার (২১ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলী আজগরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবদুল মান্নান সোমবার রাতে এশার নামাজের পর গ্রামের এক চায়ের দোকানে যান। পরে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা হাসিনা বেগম নামের এক নারীর বাড়ির পাশে একটি জায়গায় আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ হাসিনা বেগম নামের ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের ছেলে সোহেল মিয়া অভিযোগ করেন, “হাসিনা বেগম আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত নিয়ে কিছু দিন ধরেই ঝামেলা চলছিল। এখন তার বাড়ির পাশেই বাবার লাশ পাওয়া গেলো। আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু তদন্ত চাই।”
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি সন্দেহভাজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
একুশে সংবাদ/ কু.প্র/এ.জে