জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের দাবি, সরকার যে অধ্যাদেশ জারি করেছে তা এনবিআরকে বিলুপ্ত করে দুইটি আলাদা বিভাগ গঠনের উদ্দেশ্যে করা হয়েছে, যা বাস্তবায়নের প্রক্রিয়ায় গোপনীয়তা এবং অংশীজনদের মতামত উপেক্ষার অভিযোগ রয়েছে। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা ইতোমধ্যে কলম বিরতি ও কর্মসূচি পালন করেছে।
আন্দোলনের অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য রাজস্ব সংস্কারের দাবি জানানো হয়।
এছাড়া পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেছে তারা। এর মধ্যে রয়েছে লাগাতার অসহযোগ কর্মসূচি, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি এবং ধাপে ধাপে কর্মবিরতির ঘোষণা। তবে রপ্তানি এবং আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।
সংগঠনের দাবি, এনবিআরের সব স্তরের কর্মকর্তা কর্মচারী কার্যকর, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সংস্কার চায়। তবে এনবিআর চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রকৃত তথ্য গোপন করেছেন বলেও তারা অভিযোগ করেন।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে