বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
এই বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১০টা ৪৫ মিনিটে। সংশ্লিষ্ট আদালতের সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে বলা হয়, নির্বাচনী ও সাংবিধানিক শর্ত অনুযায়ী শপথ গ্রহণে যে বাধা রয়েছে, তা বিবেচনায় না নিয়ে দায়িত্ব প্রদান করা সংবিধান ও আইনের পরিপন্থি হবে।
আদালত বুধবার এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এই বিষয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। রায়ের পর পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

