গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তার সাহালম বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের সাহালম বাড়ি এলাকায় মালিকের বাসার সামনে রাখা হয়েছিল গাড়িটি। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, আমরা খবর পাই একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

