কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব টিউবওয়েল বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে ভোগান্তিতে থাকা স্থানীয়দের এই প্রয়োজন মেটাতে সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ইউনিয়ন উন্নয়ন ফোরাম এই কার্যক্রম হাতে নিয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন, সহকারী পরিচালক আকরাম হোসেন ও তৌফিকুল ইসলাম রানা, এবং ইউনিয়ন শ্রমিক নেতা ফাইজুল হক সুমনসহ ফোরামের অন্যান্য শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফকির মাহবুবুল আলম বলেন, "চাহিদার আলোকে এগারসিন্দুর ইউনিয়নের প্রতিটি ঘরে সমাজকল্যাণমূলক সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।" তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে এলাকার বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন কর্মসূচি গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

