AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

বিভ্রান্ত হবেন না, রওশনের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে জাপা মহাসচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪১ পিএম, ২২ আগস্ট, ২০২৩
বিভ্রান্ত হবেন না, রওশনের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে জাপা মহাসচিব

রওশন এরশাদের নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার বিষয়টিকে ‍‍`ফেক নিউজ‍‍` বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু।

 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ৩ দিনের ভারত সফরের মধ্যেই দলের চেয়ারম্যান ঘোষণা দেন রওশন এরশাদ।

 

এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিউজ এসেছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্তে তারা সহায়তা করেননি এবং সই করেননি।’

 

তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।’

 

‘ফেক নিউজে’ বিভ্রান্ত না হতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন চুন্নু।

 

একুশে সংবাদ.কম/এসএপি

Link copied!