AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নয়াপল্টনে পানিতে দাঁড়িয়েই স্লোগান দিচ্ছে বিএনপি নেতা-কর্মীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৫ পিএম, ৪ আগস্ট, ২০২৩

নয়াপল্টনে পানিতে দাঁড়িয়েই স্লোগান দিচ্ছে বিএনপি নেতা-কর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে এ সমাবেশ।

 

শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে।

Default Image

বৃষ্টিতে ভিজেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পল্টনে। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল।

 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বৃষ্টিতে পল্টন ও আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমেছে। এখনও বৃষ্টি থেমে নেই। এর মধ্যেই একের পর একটা মিছিল আসছে।

 

সমাবেশ উপলক্ষে কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।

 

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

 

এদিকে ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!