মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আওয়ামী লীগ না বুঝলে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে এ কথা বলেন য়।
খসরু বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পদক্ষেপ আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ-উৎকণ্ঠা তারই প্রতিফলন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। যারাই ভোট চুরির সঙ্গে ডিরেক্ট এবং ইনডিরেক্ট জড়িত, তাদের সরার জন্যই এটা প্রযোজ্য।
তিনি আরও বলেন, সরকার সারাদেশে সভা-সমাবেশে বাধা দিচ্ছে। সেই সঙ্গে ভোট চুরির প্রক্রিয়াও অব্যাহত রেখেছে। গাজীপুর সিটি নির্বাচনের দিকে চোখ রাখলে তার প্রমাণ পাওয়া যায়। সেখানে ভোটের গণতান্ত্রিক পরিবেশ নেই। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় সাবেক মেয়রকে ভোট করতে দেয়নি সরকার।
এর আগে, রাজধানীর গুলশানে মার্কিন দূতের বাসভবনে আজ দুপুর ১২টায় এই বৈঠকটি শুরু হয়। শেষ হয় পৌনে ২টায়।
বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত ছিলেন।
বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :