AB Bank
ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৮ পিএম, ৩ জানুয়ারি, ২০২৩
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল (৪ জানুয়ারি)। দিবসটি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ছাত্রলীগ।

 

আগামীকাল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্রলীগের কর্মসূচি শুরু হবে। এরপরেই ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ৮টার দিকে কার্জন হলে কেক কাটা হবে। দুপুর আড়াইটার দিকে আনন্দ শোভাযাত্রা ও বেলা ৩টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে বছরব্যাপীও কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। চলতি মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, সংগৃহীত রক্ত বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

 

এ ছাড়া সুবিধাজনক সময়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন করা হবে। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুর্নমিলনীর আয়োজনও করা হয়েছে। এ ছাড়া ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট, সকল সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডেভেলপমেন্ট কুইজ, সজিব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্ট, স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াডসহ আরও অনুষ্ঠানের আয়োজন করবে ছাত্রলীগ।

 

একুশে সংবাদ.কম/ইট.প্র/জাহাঙ্গীর

Link copied!