মেহের আফরোজ চুমকিকে সভাপতি ও শবনম জাহানকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এরআগে বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চে সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ জানুয়ারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কমিটির মেয়াদ পার হয়ে যাওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম কয়েকটি সংগঠনের সম্মেলন করার নির্দেশ দেন শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মহিলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ.কম/সট/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

