AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের আগের রাতে জাতীয় পার্টিও ব্যালট বাক্স পূর্ণ করেছে: জাপা মহাসচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৪ পিএম, ৩১ জুলাই, ২০২২
ভোটের আগের রাতে জাতীয় পার্টিও ব্যালট বাক্স পূর্ণ করেছে: জাপা মহাসচিব

 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করা হয়, এটি সত্য। জাতীয় পার্টিও এটি করেছে। তাই ক্ষমতাসীন সরকার সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’

 

রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের সাথে সংলাপ চলাকালে  মুজিবুল হক চুন্নু একথা বলেন।

 

চুন্নু বলেন, ‘রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি, কী বলব, এটা হয়।’

 

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের শেষ দিনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের ঘোর বিরোধিতা করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দেশের মানুষের ইভিএমে আস্থা নেই দাবি করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনও যৌক্তিকতা নেই। ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার কথাও বলেছেন জাপা নেতারা। তবে ইভিএম বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল কোনও মন্তব্য করেননি।

 

ইসির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের শেষদিনে মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

এ সময় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বর্তমান অবস্থায় নির্বাচন আয়োজন করা কঠিন। তবে অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে আমরা আশাবাদী।’

 

এ সময় নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, দেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে। আগামীতে আরও নষ্ট হবে বলেও আশঙ্কা করছি। আওয়ামী লীগের সাথে সংলাপের মাধ্যমে আজ শেষ হবে ইসির এই সংলাপ পর্ব। তবে বিএনপিসহ ৯টি দল এ আয়োজন বর্জন করেছে।

 

একুশে সংবাদ.কম/এ.ট.জা.হা

Link copied!