জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করেন।
এতে উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে আলী রীয়াজ উপদেষ্টার সমপর্যায়ের পদ, বেতন, ভাতাদি এবং অন্যান্য সুবিধা পাবেন।
অধ্যাপক রীয়াজ জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরে, ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

